Press Release

‘রাইংক্ষিয়ং রিজার্ভ ফরেস্ট এর ল্যান্ডস্কেপ মডেলিং ও ল্যান্ড ইউজ প্লান’

আরণ্যক ফাউন্ডেশন বিশ্ব ব্যাংকের প্রোগ্রীন গ্রান্ট এর অর্থায়নে ‘রাইংক্ষিয়ং রিজার্ভ ফরেস্ট এর ল্যান্ডস্কেপ মডেলিং ও ল্যান্ড ইউজ প্লান’ প্রণয়নের একটি উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে আরণ্যক ফাউন্ডেশন বনের বর্তমান অবস্থা ও বন সংলগ্ন পরিবারসমূহের আর্থ-সামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে সংগৃহীত তথ্য-উপাত্ত সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি ও অংশীজনকে অবহিত করে এ সংক্রান্ত বিষয়ে তাঁদের মতামত সংগ্রহের জন্য রাঙামাটির ‘পর্যটন হলি ডে কমপ্লেক্স’ এর অডিটরিয়ামে আজ ২৫ আগস্ট ২০২২ তারিখে বেলা ১০ টা থেকে ১:০০ টা পর্যন্ত একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক জনাব মো: আমীর হোসাইন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক জনাব মোহাম্মদ মিজানুর রহমান। এবং স্বাগত বক্তব্য রাখেন আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রকিবুল হাসান মুকুল। 

 

সভায় রেইংক্ষিয়াং বনের আশে পাশে বসবাসরত হেডম্যান ও কারবারি, বন বিভাগের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, সমবায় অধিদপ্তর, কর্ণফুলী পেপার মিলস, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট, হর্টিকালচার কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স্বপন কুমার সরকার। তিনি রেইংক্ষিয়ং রিজার্ভের Landscape use Plan নিয়ে সমীক্ষার ফলাফল উপস্থাপনে বলেন, রিজার্ভের ভূমিরূপ গত কয়েক দশকে বেশ পরিবর্তিত হয়েছে এবং ওয়াটার শেড ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে এখন ২টি&nb.....

Read More