World Elephant Day
আরণ্যক ফাউন্ডেশন ( Arannayk Foundation ) কর্তৃক বাস্তবায়নাধীন ইউএসএআইডি'র গ্রীন লাইফ প্রকল্পের আয়োজনে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ইনানীর রেঞ্জের সোয়ানখালি বিটে 'বিশ্ব হাতি দিবস ২০২২' উপলক্ষে আরণ্যক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন ইউএসএআইডি'র গ্রীন লাইফ প্রকল্পের আয়োজনে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ইনানীর রেঞ্জের সোয়ানখালি বিটে 'বিশ্ব হাতি দিবস ২০২২' উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেখ জামাল ইনানী জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সহ-সভাপতি ও জালিয়াপালং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব শাহাব উদ্দিন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সোয়ানখালি বিট কর্মকর্তা জনাব আরজু মিয়া, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জনাব জাহিদুল আলম, সোয়ানখালি বিটের ইআরটি সদস্য, সিপিজি সদস্য, ভিসিএফ সদস্য এবং গ্রীন লাইফ প্রকল্পের প্রতিনিধিবৃন্দ।গ্রীন লাইফ প্রকল্পের টেকনিক্যাল অফিসার কৃষ্ণ কুমার গুপ্ত হাতি দিবস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং শেখ জামাল ইনানী জাতীয় উদ্যানের হাতি সংরক্ষণ ও মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে গ্রীন লাইফ প্রকল্পের কার্যক্রম সকলের সামনে তুলে ধরেন।জালিয়াপালং ইউপি সদস্য জনাব জাহিদুল আলম বন সংরক্ষণে আরণ্যক ফাউন্ডেশনের কার্যক্রমকে সাধুবাদ জানান এবং মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে ইআরটি দলের সদস্যদের কাজকে জনগুরুত্বপূর্ণ কাজ বলে প্রশংসা করেন।সোয়ানখালি বিট কর্মকর্তা জনাব আরজু মিয়া বলেন, ইআরটি সদস্যদের হাতি সংরক্ষণে যেমন সচেতন থাকতে হবে ঠিক তেমনি এলাকার সকলকে হাতি সংরক্ষণে একসাথে কাজ করতে হবে।জনাব শাহব উদ্দিন বলেন, হাতি লোকালয়ে চলে এলে তাকে আঘাত না করে বা মশাল দিয়ে আগুন না জ্বালিয়ে প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে হাতিকে নিরাপদে বনে ফিরিয়ে দেবেন।আলোচনা শেষে একটি র্যালি বিট অফিস থেকে শুরু করে এলজিইডি রাস্তায় গিয়ে শেষ হয়।উল্লেখ্য, গ্রীন লাইফ প্রকল্প মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে ইনানী এবং উখিয়া রেঞ্জের ০৪ টি বিটে ০৪ টি ইআরটি গঠন করেছে, যার মোট সদস্য ৪০ জন। সদস্যদের মাসিক মোবাইল ভাতা প্রদান এবং যাবতীয় উপকরণ সরবরাহ করার পাশাপাশি আহত ইআরটি সদস্যর চিকিৎসার ব্যয়ভারও বহন করছে। #WorldElephant2022 #WorldElephantDay #ERT #AF #BiodiversityConservation