Initial Consultation Meeting and Experience Sharing
গত ০৪/০৮/২০২২ ইং তারিখ ইউএসএআইডির অর্থায়নে আরণ্যক-প্রতিবেশ প্রকল্পের নর্থইস্ট (সিলেট) রিজিওনে সিএমও নেতাদের নিয়ে প্রতিবেশ শ্রীমঙ্গল অফিসে এক “অভিজ্ঞতা বিনিময় সভা” (Initial Consultation Meeting and Experience Sharing) অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সাতছড়ি, খাদিমনগর ও রাতারগুল সিএমসির সভাপতিগণসহ লাউয়াছড়া সিএমসি, রেমা-কালেঙ্গা সিএমসির প্রতিণিধিগণ ও হাইল হাওর, হাকালুকি হাওর ও টাঙ্গুয়ার হাওর এর সমন্বয় কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন কেমনিক্স ইন্টারন্যাশনাল, আরণ্যক ফাউন্ডেশন ও সিএনআরএস এর উর্ধ্বত্বন কর্মকর্তাবৃন্ধ।
সভার শুরুতে আরণ্যক-প্রতিবেশ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব আবু হেনা মোস্তফা কামাল এর স্বাগত বক্তব্যে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন।
অতঃপর ফিল্ড ডিরেক্টর (Chemonics) জনাব মাজহারুল ইসলাম জাহাঙ্গীর প্রকল্পের সার সংক্ষেপ আলোচনা করেন।
এরপর উপস্থিত সিএমও নেতারা উন্মূক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন এবং সিএমও জাতীয় ও আঞ্চলিক নেটওয়ার্ক এর প্রয়োজনীতা ও গুরুত্ব আরোপ করে কথা বলেন। আর এই নেটওয়ার্ককে টেকসই করার জন্য আরণ্যক ফাউন্ডেশন এর সক্রিয় সহযোগীতা কামনা করেন।
সভার শেষে আরণ্যক ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার জনাব, মাসুদ আলম খান সিএমও নেটওয়ার্ক এ সিএমও নেতাদের সর্বাত্নক সহযোগীতার আশ্বাস প্রদান করে সভার সমাপ্তি ঘোষনা করেন।