Activity Updates

‘রাইংক্ষিয়ং রিজার্ভ ফরেস্ট এর ল্যান্ডস্কেপ মডেলিং ও ল্যান্ড ইউজ প্লান ’

আরণ্যক ফাউন্ডেশন (Arannayk Foundation) বিশ্ব ব্যাংকের প্রোগ্রীন গ্রান্ট (World Bank's #PROGREEN Grant) এর অর্থায়নে ‘রাইংক্ষিয়ং রিজার্ভ ফরেস্ট এর ল্যান্ডস্কেপ মডেলিং ও ল্যান্ড ইউজ প্লান ’ প্রণয়নের একটি উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে আরণ্যক ফাউন্ডেশন বনের বর্তমান অবস্থা ও বন সংলগ্ন পরিবারসমূহের আর্থ-সামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে সংগৃহীত তথ্য-উপাত্ত সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি ও অংশীজনকে অবহিত করে এ সংক্রান্ত বিষয়ে তাঁদের মতামত সংগ্রহের জন্য রাঙামাটির ‘পর্যটন হলি ডে কমপ্লেক্স’ এর অডিটরিয়ামে আজ ২৫ আগস্ট ২০২২ তারিখে বেলা ১০ টা থেকে ১:০০ টা পর্যন্ত একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক জনাব মো: আমীর হোসাইন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক জনাব মোহাম্মদ মিজানুর রহমান। এবং স্বাগত বক্তব্য রাখেন আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রকিবুল হাসান মুকুল।
সভায় রেইংক্ষিয়াং বনের আশে পাশে বসবাসরত হেডম্যান ও কারবারি, বন বিভাগের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, সমবায় অধিদপ্তর, কর্ণফুলী পেপার মিলস, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট, হর্টিকালচার কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স্বপন কুমার সরকার। তিনি রেইংক্ষিয়ং রিজার্ভের Landscape use Plan নিয়ে সমীক্ষার ফলাফল উপস্থাপনে বলেন, রিজার্ভের ভূমিরূপ গত কয়েক দশকে বেশ পরিবর্তিত হয়েছে এবং ওয়াটার শেড ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে এখন ২টি ইউনিয়ন আছে এবং ২৮টি পাড়া আছে। প্রায় ৩০০০ পরিবারের ১৫০০০ এর অধিক মানুষ এ রিজার্বের উপর নির্ভরশীল। এ পর্যন্ত সংঘটিত বনের অবক্ষয় বন্ধ করে বন পুনরূদ্ধারের জন্য পরিকল্পনা প্রণয়ন বেশ জটিল। কিন্তু সকলের সহযোগীতায় অবশ্যই একটি পরিকল্পনা করতে হবে।
তারা বনে বসতবাড়ি গড়ে তোলার পাশাপাশি জীবন জীবিকার তাগিদে সেখানে জুম চাষ, কৃষি, কলা, আম ও অন্যান্য ফলদ বাগান করে প্রাকৃতিক এ বনের ভুমিরূপ পরিবর্তন করে ফেলছে। এর ফলে বন থেকে পানির প্রবাহ কমে যাচ্ছে। তবে তাদের দেয়া তথ্যে এও স্পষ্ট যে ধীরে ধীরে জুম চাষের উৎপাদন কমে যাচ্ছে। কিন্তু এখন তাদের অন্য কোন স্থানে যাওয়ার সুযোগ নেই। তাই তারা যেখানে আছে সেখানে স্থায়ী ভাবে ও আইনগত ভাবে থাকার অনুমতি চায়। তাদেরকে জুম ও ফল বাগানের জমি বরাদ্ধ করে বাকি জমি বন আচ্ছাদন বৃদ্ধির জন্য ব্যবস্থা করলে তারা বন রক্ষায় সহযোগিতা করবে। রিজার্ভ বনে বর্তমানে যতগুলো পরিবার আছে তাদের বাড়িঘর ও চাষের জমি রেইংক্ষিয়াং রিজার্ভ ফরেস্টের প্রায় ২৫% জায়গায় বিস্তৃত।
উক্ত উপস্থাপনা নিয়ে উপস্থিত সকলের সাথে মুক্ত আলোচনা পরিচালনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মঞ্জুর রশীদ
প্রধান বন সংরক্ষক জনাব মোঃ আমীর হোসাইন চৌধুরী উনার বক্তব্যে বলেন সরকার বন অধিদপ্তরকে বন ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছেন। বন অধিদপ্তর কাউকে জমি বরাদ্দ দিতে পারে না। তবে যারা ইতিমধ্যে বনের ভিতরে বাস করছেন তাদের নিয়েই এ বন ব্যবস্থাপনা করে আপনাদের ও বনের আশেপাশে যারা বাস করছেন তাদের প্রাতিবেশ সেবা পুনরুদ্ধার করতে ল্যান্ডস্কেপ restoration এর বিকল্প নেই। এই restoration এর কাজটি আপনাদের নিয়েই করতে হবে। অতীতে বন বিভাগ নিজেরাই সব করতো। কিন্তু আমাদের এখন বন ব্যবস্থাপনার মূল স্ট্র্যাটেজি হল জনগণকে সম্পৃক্ত করে বন তাদের উপকারের জন্য তা নিশ্চিত করা। বনের প্রতি তাদের ownership বা বন তাদের জন্য, তার স্পষ্ট ধারণা তৈরি করা। তিনি বলেন আশাকরি আরণ্যক ফাউন্ডেশন সে রকম একটি প্লান তৈরি করবে যা সকল স্টেকহোল্ডারদের কাছে গ্রহণযোগ্য হয়।

Meeting on "how the Bangladesh Forest Department can help and support biodiversity conservation in various environmental projects."

On 5th September 2022, Arannayk Foundation organized a meeting where Mr. Imran Ahmed, the newly appointed Conservator of Forests, Wildlife and Nature Conservation Circle, Wildlife & Biodiversity Officers Fa-Tu-Zo Khaleque Mila and Shakila Nargis joined PROTIBESH Activity’s Policy Lead Azharul Mazumdar, Environment Monitoring Coordinator Ruhul Mohaiman Chowdhury and Program Coordinator (CMO Network) Abu Hena Mostafa Kamal. Arannayk Foundation’s Executive Director Rakib Hasan and Senior Program Officer Masud Alam Khan were also present at the meeting.

The main focus of the meeting was on how the Bangladesh Forest Department can help and support biodiversity conservation in various environmental projects. In the meeting, Arannayk Foundation's progress was presented after which discussions on plans of implementing the September activities in the CMO National Network in a standardized manner were held.#ArannaykFoundation #AF #Protibesh

GREEN LIFE Project Field visit.

On 09th September 2022, the delegates from the United State of America's House Committee of Foreign Affairs, Mr. Sajit Gandhi (Senior Staffer) and Mr. Mark Akpaninyie (Professional Staff Member) along with Mr. Shahadat Hossain Shakil (USAID's Environmental Specialist), Mr. Ashraful Haque (USAID's Environmental Specialist), Mr. Jacob Morrin (Economic Growth Agricultural Development Officer), visited various GREEN LIFE Project initiatives. They were accompanied by Arannayk Foundation's Executive Director Mr. Rakibul Hasan, GREEN LIFE Project's Project Director Mr. Masud Alam Khan, and the GREEN LIFE Field Team.

The visiting team got a glimpse into how the GREEN LIFE Project is implementing its Various livelihood related activities (stall feeding goat rearing method, individual poultry demonstration, mini poultry farm, vermicompost production, year-round vegetable production), Alternative fuel solutions, Institutional plantation, and also maintaining the Co-management Committee (CMC) office. #ArannaykFoundation #ForestConservation #AF

A python rescued by Jaliapalong Community Patrol Group (CPG).

On 24/8/2022, the Jaliapalong Community Patrol Group (CPG) rescued a python from the Jaliapalong beat area of the Inani range. The CPG members helped the Bangladesh Forest Department (BFD) officials rescue and release the snake in Sheikh Jamal Inani National Park (SJINP).

 

The USAID-funded and Arannayk Foundation implemented GREEN LIFE Project is supporting five CPGs in Inani Range (04) and Ukhiya Range (01).

#ArannaykFoundation #AF #CPG #BiodiversityConservation

Training on Resource Mobilization and Fundraising

#AF

Three-day training on Resource Mobilization and Fundraising was held from 12th-14th September 2022 where a ten-member team of Arannayk Foundation participated.

MDF Training and Consultancy facilitated this training focused on the various issues an organization faces in fundraising. The training consisted of brainstorming, group work, theoretical presentation, and action plan mapping.

“সিএমও নেটওয়ার্কের প্রয়োজনীয়তা এবং গঠন প্রক্রিয়া নিরূপণ বিষয়ক সভা”

গত ১৫/০৯/২০২২ ইং তারিখে উএসএআইডি প্রতিবেশ এক্টিভির আয়ত্তায় আরণ্যক ফাউন্ডেশন নর্থইস্ট (সিলেট) রিজিওনে সিএমও নেতাদের নিয়ে শ্রীমঙ্গল ব্র্যাক লার্নিং সেন্টার এর হল রুমে “সিএমও নেটওয়ার্কের প্রয়োজনীয়তা এবং গঠন প্রক্রিয়া নিরূপণ বিষয়ক সভা” অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সাতছড়ি, রেমা—কালেঙ্গা, খাদিমনগর ও রাতারগুল সিএমসির সভাপতিগণসহ সকল সিএমসির শীর্ষস্থানীয় প্রতিণিধিগণ ও হাইল হাওর, হাকালুকি হাওর ও টাঙ্গুয়ার হাওর এর সেন্ট্রাল কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উক্ত সভায়  উপস্থিত ছিলেন আরণ্যক ফাউণ্ডেশনের নিবার্হী পরিচালক জনাব রকিবুল হাসান মুকুল, কেমনিক্স ইন্টারন্যাশনাল এর পলিসি লিড, জনাব আজহারুল মজুমদার এবং আরণ্যক ফাউণ্ডেশন ও সিএনআরএস এর উর্ধ্বত্বন কর্মকর্তাবৃন্ধ।

আলোচ্য উক্ত ইস্যুলোতে সিএমও নেতারা পিএ রুলস, ২০১৭ বাস্তবায়ন, সংগঠনের আর্থিক স্বচ্ছলতা, সংগঠন মজবুত এবং টেকসই করতে ও জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য বিভিন্ন সুপারিশ ও পরামর্শ প্রদান করার পাশাপাশি নেটওয়ার্ককে টেকসই করার জন্য আরণ্যক ফাউন্ডেশন ও প্রতিবেশের সক্রিয় সহযোগীতা কামনা করেন।

#ArannaykFoundation #CMO #Protibesh #Conservation