Activity Updates

GREEN LIFE Project Field visit.

On 09th September 2022, the delegates from the United State of America's House Committee of Foreign Affairs, Mr. Sajit Gandhi (Senior Staffer) and Mr. Mark Akpaninyie (Professional Staff Member) along with Mr. Shahadat Hossain Shakil (USAID's Environmental Specialist), Mr. Ashraful Haque (USAID's Environmental Specialist), Mr. Jacob Morrin (Economic Growth Agricultural Development Officer), visited various GREEN LIFE Project initiatives. They were accompanied by Arannayk Foundation's Executive Director Mr. Rakibul Hasan, GREEN LIFE Project's Project Director Mr. Masud Alam Khan, and the GREEN LIFE Field Team.

The visiting team got a glimpse into how the GREEN LIFE Project is implementing its Various livelihood related activities (stall feeding goat rearing method, individual poultry demonstration, mini poultry farm, vermicompost production, year-round vegetable production), Alternative fuel solutions, Institutional plantation, and also maintaining the Co-management Committee (CMC) office. #ArannaykFoundation #ForestConservation #AF

A python rescued by Jaliapalong Community Patrol Group (CPG).

On 24/8/2022, the Jaliapalong Community Patrol Group (CPG) rescued a python from the Jaliapalong beat area of the Inani range. The CPG members helped the Bangladesh Forest Department (BFD) officials rescue and release the snake in Sheikh Jamal Inani National Park (SJINP).

 

The USAID-funded and Arannayk Foundation implemented GREEN LIFE Project is supporting five CPGs in Inani Range (04) and Ukhiya Range (01).

#ArannaykFoundation #AF #CPG #BiodiversityConservation

Training on Resource Mobilization and Fundraising

#AF

Three-day training on Resource Mobilization and Fundraising was held from 12th-14th September 2022 where a ten-member team of Arannayk Foundation participated.

MDF Training and Consultancy facilitated this training focused on the various issues an organization faces in fundraising. The training consisted of brainstorming, group work, theoretical presentation, and action plan mapping.

“সিএমও নেটওয়ার্কের প্রয়োজনীয়তা এবং গঠন প্রক্রিয়া নিরূপণ বিষয়ক সভা”

গত ১৫/০৯/২০২২ ইং তারিখে উএসএআইডি প্রতিবেশ এক্টিভির আয়ত্তায় আরণ্যক ফাউন্ডেশন নর্থইস্ট (সিলেট) রিজিওনে সিএমও নেতাদের নিয়ে শ্রীমঙ্গল ব্র্যাক লার্নিং সেন্টার এর হল রুমে “সিএমও নেটওয়ার্কের প্রয়োজনীয়তা এবং গঠন প্রক্রিয়া নিরূপণ বিষয়ক সভা” অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সাতছড়ি, রেমা—কালেঙ্গা, খাদিমনগর ও রাতারগুল সিএমসির সভাপতিগণসহ সকল সিএমসির শীর্ষস্থানীয় প্রতিণিধিগণ ও হাইল হাওর, হাকালুকি হাওর ও টাঙ্গুয়ার হাওর এর সেন্ট্রাল কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উক্ত সভায়  উপস্থিত ছিলেন আরণ্যক ফাউণ্ডেশনের নিবার্হী পরিচালক জনাব রকিবুল হাসান মুকুল, কেমনিক্স ইন্টারন্যাশনাল এর পলিসি লিড, জনাব আজহারুল মজুমদার এবং আরণ্যক ফাউণ্ডেশন ও সিএনআরএস এর উর্ধ্বত্বন কর্মকর্তাবৃন্ধ।

আলোচ্য উক্ত ইস্যুলোতে সিএমও নেতারা পিএ রুলস, ২০১৭ বাস্তবায়ন, সংগঠনের আর্থিক স্বচ্ছলতা, সংগঠন মজবুত এবং টেকসই করতে ও জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য বিভিন্ন সুপারিশ ও পরামর্শ প্রদান করার পাশাপাশি নেটওয়ার্ককে টেকসই করার জন্য আরণ্যক ফাউন্ডেশন ও প্রতিবেশের সক্রিয় সহযোগীতা কামনা করেন।

#ArannaykFoundation #CMO #Protibesh #Conservation

“সিএমও নেটওয়ার্কের প্রয়োজনীয়তা এবং গঠন প্রক্রিয়া নিরূপণ বিষয়ক সভা”

গত ২২/০৯/২০২২ ইং তারিখ ইউএসএআইডি প্রতিবেশ এক্টিভির আয়ত্তায় আরণ্যক ফাউন্ডেশন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনায়  কো ম্যানেজমেন্ট অর্গানাইজেশন (সিএমও)- এর নেতাদের নিয়ে সিএসএস আভা সেন্টারের হল রুমে দিনব্যাপী “সিএমও নেটওয়ার্কের প্রয়োজনীয়তা এবং গঠন প্রক্রিয়া নিরূপণ বিষয়ক সভা”-র আয়োজন করে।

উক্ত সভায় সুন্দরবন অঞ্চলের ৫টি সিএমও'র শীর্ষ নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রকিবুল হাসান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিবেশ প্রকল্পের পলিসি লিড আজহারুল মজুমদার। সভায় আরণ্যক ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার মাসুদ আলম খান সহ ও প্রতিবেশ প্রকল্পের আরো অনেকে উপস্থিত ছিলেন।

সিএমও প্রতিণিধিগণ জাতীয় ও আঞ্চলিক নেটওয়ার্ক গঠনের জন্য সভায় মুক্ত আলোচনা সহ নিম্নোক্ত ইস্যুতে  দলীয় কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

১- সিএমও গুলোর সমস্যা ও সমাধানে আঞ্চলিক ও জাতীয় নেটওয়ার্ক এর ভূমিকা,

২- আঞ্চলিক ও জাতীয় নেটওয়ার্ক গঠনে প্রতিবেশ প্রকল্পের ভূমিকা, এবং

৩- আঞ্চলিক ও জাতীয় নেটওয়ার্ক গঠনের প্রক্রিয়া এবং ধাপসমূহ কি কি হতে পারে বলে সিএমওর নেতার মনে করেন।

আলোচ্য উক্ত ইস্যুলোতে সিএমও নেতারা পিএ রুলস, ২০১৭ বাস্তবায়ন, সংগঠনের আর্থিক স্বচ্ছলতা, সংগঠন মজবুত এবং টেকসই করতে ও জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য বিভিন্ন সুপারিশ ও পরামর্শ প্রদান করার পাশাপাশি নেটওয়ার্ককে টেকসই করার জন্য আরণ্যক ফাউন্ডেশন ও প্রতিবেশের সক্রিয় সহযোগীতা কামনা করেন।

#ArannaykFoundation #CMO #Conservation