“সিএমও নেটওয়ার্কের প্রয়োজনীয়তা এবং গঠন প্রক্রিয়া নিরূপণ বিষয়ক সভা”
গত ২২/০৯/২০২২ ইং তারিখ ইউএসএআইডি প্রতিবেশ এক্টিভির আয়ত্তায় আরণ্যক ফাউন্ডেশন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনায় কো ম্যানেজমেন্ট অর্গানাইজেশন (সিএমও)- এর নেতাদের নিয়ে সিএসএস আভা সেন্টারের হল রুমে দিনব্যাপী “সিএমও নেটওয়ার্কের প্রয়োজনীয়তা এবং গঠন প্রক্রিয়া নিরূপণ বিষয়ক সভা”-র আয়োজন করে।
উক্ত সভায় সুন্দরবন অঞ্চলের ৫টি সিএমও'র শীর্ষ নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রকিবুল হাসান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিবেশ প্রকল্পের পলিসি লিড আজহারুল মজুমদার। সভায় আরণ্যক ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার মাসুদ আলম খান সহ ও প্রতিবেশ প্রকল্পের আরো অনেকে উপস্থিত ছিলেন।
সিএমও প্রতিণিধিগণ জাতীয় ও আঞ্চলিক নেটওয়ার্ক গঠনের জন্য সভায় মুক্ত আলোচনা সহ নিম্নোক্ত ইস্যুতে দলীয় কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
১- সিএমও গুলোর সমস্যা ও সমাধানে আঞ্চলিক ও জাতীয় নেটওয়ার্ক এর ভূমিকা,
২- আঞ্চলিক ও জাতীয় নেটওয়ার্ক গঠনে প্রতিবেশ প্রকল্পের ভূমিকা, এবং
৩- আঞ্চলিক ও জাতীয় নেটওয়ার্ক গঠনের প্রক্রিয়া এবং ধাপসমূহ কি কি হতে পারে বলে সিএমওর নেতার মনে করেন।
আলোচ্য উক্ত ইস্যুলোতে সিএমও নেতারা পিএ রুলস, ২০১৭ বাস্তবায়ন, সংগঠনের আর্থিক স্বচ্ছলতা, সংগঠন মজবুত এবং টেকসই করতে ও জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য বিভিন্ন সুপারিশ ও পরামর্শ প্রদান করার পাশাপাশি নেটওয়ার্ককে টেকসই করার জন্য আরণ্যক ফাউন্ডেশন ও প্রতিবেশের সক্রিয় সহযোগীতা কামনা করেন।