Initial Consultation Meeting and Experience Sharing
গত ০৪/০৮/২০২২ ইং তারিখ ইউএসএআইডির অর্থায়নে আরণ্যক-প্রতিবেশ প্রকল্পের নর্থইস্ট (সিলেট) রিজিওনে সিএমও নেতাদের নিয়ে প্রতিবেশ শ্রীমঙ্গল অফিসে এক “অভিজ্ঞতা বিনিময় সভা” (Initial Consultation Meeting and Experience Sharing) অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সাতছড়ি, খাদিমনগর ও রাতারগুল সিএমসির সভাপতিগণসহ লাউয়াছড়া সিএমসি, রেমা-কালেঙ্গা সিএমসির প্রতিণিধিগণ ও হাইল হাওর, হাকালুকি হাওর ও টাঙ্গুয়ার হাওর এর সমন্বয় কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন কেমনিক্স ইন্টারন্যাশনাল, আরণ্যক ফাউন্ডেশন ও সিএনআরএস এর উর্ধ্বত্বন কর্মকর্তাবৃন্ধ।
সভার শুরুতে আরণ্যক-প্রতিবেশ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব আবু হেনা মোস্তফা কামাল এর স্বাগত বক্তব্যে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন।
অতঃপর ফিল্ড ডিরেক্টর (Chemonics) জনাব মাজহারুল ইসলাম জাহাঙ্গীর প্রকল্পের সার সংক্ষেপ আলোচনা করেন।এরপর উপস্থিত সিএমও নেতারা উন্মূক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন এবং সিএমও জাতীয় ও আঞ্চলিক নেটওয়ার্ক এর প্রয়োজনীতা ও গুরুত্ব আরোপ করে কথা বলেন। আর এই নেটওয়ার্ককে টেকসই করার জন্য আরণ্যক ফাউন্ডেশন এর সক্রিয় সহযোগীতা কামনা করেন।সভার শেষে আরণ্যক ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার জনাব, মাসুদ আলম খান সিএমও নেটওয়ার্ক এ সিএমও নেতাদের সর্বাত্নক সহযোগীতার আশ্বাস প্রদান করে সভার সমাপ্তি ঘোষনা করেন।