কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ইনানী রেঞ্জের শেখ জামাল ইনানী জাতীয় উদ্যানে মানুষ ও বন্যহাতির দ্বন্দ্ব নিরসনে আহত ইআরটি সদস্য জমির মিয়াকে আরণ্যক ফাউন্ডেশন কর্তৃক চিকিৎসা সহায়তা প্রদান
গত ১৪ জুলাই ২০২২ রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে জালিয়াপালং বিটের #ElephantResponseTeam সদস্য জমির খবর পান যে উত্তর নিদানিয়া ভিসিএফে হাতি এসেছে। তিনি ঘটনাটি বন বিভাগ এবং গ্রীন লাইফ অফিসে মোবাইল ফোনে অবহিত করে সাথে সাথে কয়েকজন ইআরটি সদস্য মিলে সেখানে পৌঁছান৷ তারা হাতিটিকে বনে ফিরিয়ে দেয়ার চেষ্টা করছিলেন। এমন সময় হাতিটি একটি বাড়ির দিকে দৌঁড়াতে থাকে। বাড়িতে তিনজন মানুষ আটকে ছিলেন যারা হাতির কারণে ঘর থেকে বের হতে পারছিলেন না। এমন সময় #ERT সদস্য হাতিকে অন্যদিকে ফিরিয়ে দেয়ার উদ্দেশ্যে হাতির দিকে টর্চ লাইটের আলো ফেলেন। এতে করে হাতিটি রাগান্বিত হয়ে জমিরের দিকে তেড়ে আসে। এমনাবস্থায় তিনি দ্রুত সেখান থেকে সরে যেতে চাইলে আচমকা পাহাড় থেকে নিচে গড়িয়ে পড়েন এবং কোমড়ে ব্যাথা পান। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং এক্স রে করা হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়।
গত ৩১ জুলাই দ্বি-মাসিক সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভায় জমির তার অভিজ্ঞতা ব্যক্ত করে বলেন, ব্যাথা পেলেও আমি আনন্দিত কেননা তিনজন মানুষের জীবন বাঁচাতে পেরেছি। তার কথায় তিনি যদি এমন কিছু না করতেন তাহলে হাতি ঐ ৩ জন ব্যক্তিকে হয়তো মেরেই ফেলত। সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির উপস্থিতিতে জমির মিয়াকে চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়।