Activity Updates

বিশ্ব বাঘ দিবস ২০২২

"বাঘ আমাদের অহংকার, রক্ষার দায়িত্ব সবার" প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস ২০২২। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিউ ডব্লিউ এফ - WWF ) এর মতে, গত ১০০ বছরে ৯৭ শতাংশ বাঘ আমরা হারিয়েছি  যার কারণে শত বছর আগে ১০০,০০০ এর মতো বাঘ থাকলেও বর্তমানে মাত্র ৪৫০০ টির মত বাঘ রয়েছে এই পৃথিবীতে।  একারণে, বাঘ সংরক্ষণ এবং বাঘের  প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণের জন্য মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে বাঘ দিবস প্রতিবছর পালন করা হয়। বেঙ্গল টাইগার (প্যানথেরা টাইগ্রিস টাইগ্রিস) বাংলাদেশের জাতীয় প্রাণী হিসাবে স্বীকৃত এবং রয়েল বেঙ্গল টাইগার হিসাবে বিখ্যাত। বাংলাদেশে বাঘের সংখ্যা কমে যাবার প্রধান কারণের মধ্যে রয়েছে খাদ্য ও আবাসস্থলের সংকট, এবং চামড়া ও শরীরের বিভিন্ন অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের জন্য শিকার ।আরণ্যক ফাউন্ডেশন ২০১১ সালে এম মনিরুল এইচ খান এর সাথে "টাইগার্স ইন দ্যা ম্যাংগ্রোভস" নামের একটি বই প্রকাশ করে। #ArannaykFoundation এর বইটি নিম্নের লিঙ্ক থেকে আপনারা সংগ্রহ করতে পারবেনhttps://drive.google.com/.../1b8gvLxdDS57... 

#AF #TigerDay #InternationalTigerDay2022 #BiodiversityConservation #WorldTigerDay

জাতীয় বৃক্ষ মেলা ২০২২ এর সমাপনী পুরুস্কার বিতরণী অনুষ্ঠান

জাতীয় বৃক্ষ মেলা ২০২২ এর সমাপনী পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বেসরকারি সংস্থা ক্যাটাগরি তে দ্বিতীয় স্থান অধিকার করেছে আরণ্যক ফাউন্ডেশন।
অনুষ্ঠানটি গত ২৪শে জুলাই ২০২২ তারিখে আগারগাঁওয়ে অবস্থিত বন ভবনের হৈমন্তী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আরণ্যক ফাউন্ডেশনের পক্ষে স্মারক ও সার্টিফিকেট গ্রহণ করেন আরণ্যকের প্রোগ্রাম কোঅর্ডিনেটর জনাব আবু হেনা মোস্তফা কামাল।

বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা

জেলা প্রশাসন ও বন বিভাগ, কক্সবাজার এর আয়োজনে ১০ দিন ব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২২ এর পুরুস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বিশেষ পুরুস্কার অর্জন করেছে আরণ্যক ফাউন্ডেশন।অনুষ্ঠানটি গত ২রা আগস্ট ২০২২ তারিখে কক্সবাজার দৌলত ময়দানে অনুষ্ঠিত হয় ।আরণ্যক ফাউন্ডেশনের পক্ষে স্মারক ও সার্টিফিকেট গ্রহণ করেন জনাব কৃষ্ণ কুমার গুপ্ত ।

#ArannaykFoundation #AF #BiodiversityConservation #ForestConservation

Initial Consultation Meeting and Experience Sharing

গত ০৪/০৮/২০২২ ইং তারিখ ইউএসএআইডির অর্থায়নে আরণ্যক-প্রতিবেশ প্রকল্পের নর্থইস্ট (সিলেট) রিজিওনে সিএমও নেতাদের নিয়ে প্রতিবেশ শ্রীমঙ্গল অফিসে এক “অভিজ্ঞতা বিনিময় সভা” (Initial Consultation Meeting and Experience Sharing) অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সাতছড়ি, খাদিমনগর ও রাতারগুল সিএমসির সভাপতিগণসহ লাউয়াছড়া সিএমসি, রেমা-কালেঙ্গা সিএমসির প্রতিণিধিগণ ও হাইল হাওর, হাকালুকি হাওর ও টাঙ্গুয়ার হাওর এর সমন্বয় কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন কেমনিক্স ইন্টারন্যাশনাল, আরণ্যক ফাউন্ডেশন ও সিএনআরএস এর উর্ধ্বত্বন কর্মকর্তাবৃন্ধ।
সভার শুরুতে আরণ্যক-প্রতিবেশ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব আবু হেনা মোস্তফা কামাল এর স্বাগত বক্তব্যে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন।
অতঃপর ফিল্ড ডিরেক্টর (Chemonics) জনাব মাজহারুল ইসলাম জাহাঙ্গীর প্রকল্পের সার সংক্ষেপ আলোচনা করেন।এরপর উপস্থিত সিএমও নেতারা উন্মূক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন এবং সিএমও জাতীয় ও আঞ্চলিক নেটওয়ার্ক এর প্রয়োজনীতা ও গুরুত্ব আরোপ করে কথা বলেন। আর এই নেটওয়ার্ককে টেকসই করার জন্য আরণ্যক ফাউন্ডেশন এর সক্রিয় সহযোগীতা কামনা করেন।সভার শেষে আরণ্যক ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার জনাব, মাসুদ আলম খান সিএমও নেটওয়ার্ক এ সিএমও নেতাদের সর্বাত্নক সহযোগীতার আশ্বাস প্রদান করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

Initial Consultation Meeting and Experience Sharing

গত ০৪/০৮/২০২২ ইং তারিখ ইউএসএআইডির অর্থায়নে আরণ্যক-প্রতিবেশ প্রকল্পের নর্থইস্ট (সিলেট) রিজিওনে সিএমও নেতাদের নিয়ে প্রতিবেশ শ্রীমঙ্গল অফিসে এক “অভিজ্ঞতা বিনিময় সভা” (Initial Consultation Meeting and Experience Sharing) অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সাতছড়ি, খাদিমনগর ও রাতারগুল সিএমসির সভাপতিগণসহ লাউয়াছড়া সিএমসি, রেমা-কালেঙ্গা সিএমসির প্রতিণিধিগণ ও হাইল হাওর, হাকালুকি হাওর ও টাঙ্গুয়ার হাওর এর সমন্বয় কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন কেমনিক্স ইন্টারন্যাশনাল, আরণ্যক ফাউন্ডেশন ও সিএনআরএস এর উর্ধ্বত্বন কর্মকর্তাবৃন্ধ।
সভার শুরুতে আরণ্যক-প্রতিবেশ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব আবু হেনা মোস্তফা কামাল এর স্বাগত বক্তব্যে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন।
অতঃপর ফিল্ড ডিরেক্টর (Chemonics) জনাব মাজহারুল ইসলাম জাহাঙ্গীর প্রকল্পের সার সংক্ষেপ আলোচনা করেন।
এরপর উপস্থিত সিএমও নেতারা উন্মূক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন এবং সিএমও জাতীয় ও আঞ্চলিক নেটওয়ার্ক এর প্রয়োজনীতা ও গুরুত্ব আরোপ করে কথা বলেন। আর এই নেটওয়ার্ককে টেকসই করার জন্য আরণ্যক ফাউন্ডেশন এর সক্রিয় সহযোগীতা কামনা করেন।
সভার শেষে আরণ্যক ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার জনাব, মাসুদ আলম খান সিএমও নেটওয়ার্ক এ সিএমও নেতাদের সর্বাত্নক সহযোগীতার আশ্বাস প্রদান করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ইনানী রেঞ্জের শেখ জামাল ইনানী জাতীয় উদ্যানে মানুষ ও বন্যহাতির দ্বন্দ্ব নিরসনে আহত ইআরটি সদস্য জমির মিয়াকে আরণ্যক ফাউন্ডেশন কর্তৃক চিকিৎসা সহায়তা প্রদান

গত ১৪ জুলাই ২০২২ রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে জালিয়াপালং বিটের #ElephantResponseTeam সদস্য জমির খবর পান যে উত্তর নিদানিয়া ভিসিএফে হাতি এসেছে। তিনি ঘটনাটি বন বিভাগ এবং গ্রীন লাইফ অফিসে মোবাইল ফোনে অবহিত করে সাথে সাথে কয়েকজন ইআরটি সদস্য মিলে সেখানে পৌঁছান৷ তারা হাতিটিকে বনে ফিরিয়ে দেয়ার চেষ্টা করছিলেন। এমন সময় হাতিটি একটি বাড়ির দিকে দৌঁড়াতে থাকে। বাড়িতে তিনজন মানুষ আটকে ছিলেন যারা হাতির কারণে ঘর থেকে বের হতে পারছিলেন না। এমন সময় #ERT সদস্য হাতিকে অন্যদিকে ফিরিয়ে দেয়ার উদ্দেশ্যে হাতির দিকে টর্চ লাইটের আলো ফেলেন। এতে করে হাতিটি রাগান্বিত হয়ে জমিরের দিকে তেড়ে আসে। এমনাবস্থায় তিনি দ্রুত সেখান থেকে সরে যেতে চাইলে আচমকা পাহাড় থেকে নিচে গড়িয়ে পড়েন এবং কোমড়ে ব্যাথা পান। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং এক্স রে করা হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়।
গত ৩১ জুলাই দ্বি-মাসিক সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভায় জমির তার অভিজ্ঞতা ব্যক্ত করে বলেন, ব্যাথা পেলেও আমি আনন্দিত কেননা তিনজন মানুষের জীবন বাঁচাতে পেরেছি। তার কথায় তিনি যদি এমন কিছু না করতেন তাহলে হাতি ঐ ৩ জন ব্যক্তিকে হয়তো মেরেই ফেলত। সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির উপস্থিতিতে জমির মিয়াকে চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়।