চারা বিতরণের কার্যক্রম
ইউএসএআইডি'র অর্থায়নে ও আরণ্যক ফাউন্ডেশন (Arannayk Foundation )কর্তৃক বাস্তবায়নাধীন গ্রীন লাইফ প্রকল্পের সহায়তায় উখিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। উখিয়া উপজেলার ৫ টি ইউনিয়নের ১৬ টি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় মোট ৪৫১০ জন ছাত্র ছাত্রীকে একটি করে ফলদ, কাষ্ঠল ও ঔষধী গাছের মোট ১৩,৫৩০ টি চারা বিতরণ করা হবে। চারা বিতরণের প্রথম দিনে গত ২১ জুন ২০২২ খ্রীঃ জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৯৩ জন ছাত্র-ছাত্রীকে ২,৩৭৯ টি চারা বিতরণ করা হয়।বৃষ্টি বিঘ্নিত চারা বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, গ্রীন লাইফ প্রকল্প প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, করোনাকালীন বিদ্যালয়সমূহে সাধারণ ছুটি থাকায় প্রকল্পের ১ম এবং ২য় বছরের নির্ধারিত চারা বিতরণ সম্ভবপর না হওয়ায় প্রকল্পের ৩য় বছরে তা সম্পূর্ণরূপে বিতরণের পদক্ষেপ নেয়া হয়েছে।