"বাঘ আমাদের অহংকার, রক্ষার দায়িত্ব সবার" প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস ২০২২। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিউ ডব্লিউ এফ - WWF ) এর মতে, গত ১০০ বছরে ৯৭ শতাংশ বাঘ আমরা হারিয়েছি যার কারণে শত বছর আগে ১০০,০০০ এর মতো বাঘ থাকলেও বর্তমানে মাত্র ৪৫০০ টির মত বাঘ রয়েছে এই পৃথিবীতে। একারণে, বাঘ সংরক্ষণ এবং বাঘের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণের জন্য মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে বাঘ দিবস প্রতিবছর পালন করা হয়। বেঙ্গল টাইগার (প্যানথেরা টাইগ্রিস টাইগ্রিস) বাংলাদেশের জাতীয় প্রাণী হিসাবে স্বীকৃত এবং রয়েল বেঙ্গল টাইগার হিসাবে বিখ্যাত। বাংলাদেশে বাঘের সংখ্যা কমে যাবার প্রধান কারণের মধ্যে রয়েছে খাদ্য ও আবাসস্থলের সংকট, এবং চামড়া ও শরীরের বিভিন্ন অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের জন্য শিকার ।আরণ্যক ফাউন্ডেশন ২০১১ সালে এম মনিরুল এইচ খান এর সাথে "টাইগার্স ইন দ্যা ম্যাংগ্রোভস" নামের একটি বই প্রকাশ করে। #ArannaykFoundation এর বইটি নিম্নের লিঙ্ক থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন –https://drive.google.com/.../1b8gvLxdDS57...
#AF #TigerDay #InternationalTigerDay2022 #BiodiversityConservation #WorldTigerDay
জেলা প্রশাসন ও বন বিভাগ, কক্সবাজার এর আয়োজনে ১০ দিন ব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২২ এর পুরুস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বিশেষ পুরুস্কার অর্জন করেছে আরণ্যক ফাউন্ডেশন।অনুষ্ঠানটি গত ২রা আগস্ট ২০২২ তারিখে কক্সবাজার দৌলত ময়দানে অনুষ্ঠিত হয় ।আরণ্যক ফাউন্ডেশনের পক্ষে স্মারক ও সার্টিফিকেট গ্রহণ করেন জনাব কৃষ্ণ কুমার গুপ্ত ।
#ArannaykFoundation #AF #BiodiversityConservation #ForestConservation